কিভাবে CPA মার্কেটিং টিপস এবং ট্রিক্স শিখবো, CPA Story:
CPA মার্কেটিং টিপস এবং ট্রিক্স পূর্বকথাঃ
আমরা সামগ্রিকভাবে উপলব্ধি করি যে প্রতি মিনিটে অনলাইনে মানুষ আয় করছে ।হ্যা এটা অবশ্যই সত্য স্বীকার করতে হবে।অনলাইনে মানুষ আয় করছে বলেই আমরা আজ হাতের মূঠোয় সার্চ করলে পেয়ে যাচ্ছি আমাদের না জানা অনেক তথ্য। আর এ তথ্য গুলু আমাদের কাছে পৌছানোর জন্য কেউনা কেউ তো অনলাইনে কাজ করছে ।
আপনি ব্যবসা করেন চাকুরী করেন অথবা বেকার বসে আছেন, আপনি কিন্তু ইচ্ছা করলে হাতের মোবাইল ফোন ব্যবহার করেও অনলাইনে আয় করতে পারেন। যাইহোক এত কথা না বলি এখন জানি ⇓
CPA মার্কেটিং কি?
CPA মানে হল Cost Per Action, সি. পি. এ. (CPA) মার্কেটিং হল এক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং যার মাধ্যমে আপনি কোন প্রডাক্ট বিক্রি এর পাশাপাশি ছোট কিছু কাজ যেমন ইমেইল সাবমিট, ডাউনলোড, সার্ভে জিপ কোড সাবমিট, ইত্যাদির মাধ্যমে অনলাইন থেকে আয় করতে পারেন। এজন্যই একে বলা হয়ে থাকে কস্ট পার অ্যাকশন তার মানে যে কোন অ্যাকশন ফুলফিল পূর্ণ করলেই আপনি কমিশন পাবেন।
CPA মার্কেটিং শিখতে আপনার যা থাকা লাগবেঃ
১। ইন্টারনেট
২।পারসনাল কম্পিঊটার(ল্যাপটপ হলে ভালো)
৩। কম্পিউটার এ ৩ / ৪ ঘন্টা সময় দেয়া।
৪। এবং মারকেটিং সম্পর্কে ধারনা।
৫। মোটা মোটি ইংলিশ বোঝার ক্ষমতা।
আর একটা জিনিস লাগবে তা হলো আপনার নিজস্ব ওয়েবসাইট। অবশ্য অয়েবসাইট শুনে ভয় পাবার কিছু নাই যা আপনি বিভিন্ন সাইট থেকে ফ্রি তে ক্রিয়েট করতে পারবেন।
ওয়েবসাইট কেন প্রয়োজনঃ
আপনি যখন সি পি এ মার্কেটিং এ কাজ করবেন বিভিন্ন সাইটে আপনার একাউন্ট এপ্রোভ করানোর জন্য প্রয়োজন হবে। অথবা আপনি সাইট থেকে কাজ এনে আপনার সাইট থেকে অটা প্রমোট করতে পারবেন। আপনার ইঙ্কাম ভালো হবে।
আপনি কাজের প্রতি মনোযোগি হয়ে মাত্র ৪/৫ ঘন্টা সময় দিলে এ মার্কেট প্লেসে সাকসেস হতে পারবেন।