Innovation24 Online Earning Courses:
আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে একটি বিশাল ফ্রিলান্সার কমিউনিটি তৈরী করা যারা ধীরে ধীরে জৈন্তাপুর থেকে সিলেট এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ।
উচ্চ-শিক্ষিত, অর্ধ-শিক্ষিত,অথবা যাদের নূন্যতম কম্পিউটার সম্পর্কে ধারনা আছে শুধু মাত্র তার ইচ্ছা শক্তি কে কাজে লাগালেই আমরা পর্যাপ্ত ট্রেনিং এর মাধ্যমে অনলাইনে উপার্জন করার প্রতিটি প্লাটফর্মে দক্ষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো । অনলাইন যেহেতু চাকুরীর পাশা-পাশী অতিরিক্ত আয়ের পথ হিসেবে সবাই বেছে নিতে পারবেন এজন্য সব শ্রেনী পেশার মানুষ আমাদের কমিউনিটিতে যোগদান করতে পারবেন । আমাদের প্রত্যেকটা স্টূডেন্ট কে থিওরিকেল এবং প্রেক্টিক্যাল ক্লাসের মাধ্যমে যথেষ্ট যত্ন ও সময় প্রদান করে ধীরে ধীরে এক্সপার্ট করে গড়ে তুলা হয় । স্টুডেন্দের পছন্দের কোর্স সমাপ্তির পর যথার্থ কাজ পাওয়ার প্রক্রিয়া শিখানো হয় । বিভিন্ন ক্লায়েন্ট বা বিভিন্ন সাইটে কাজ কিভাবে পেতে পারে , সে ব্যপারেও সহযোগিতা করা হয় ।
এক নজরে জেনে নেই Innovation24 এর কোর্স সমূহঃ
(২) বেসিক অফিস অ্যাপ্লিকেশান।
(৩) এডভান্স অফিস অ্যাপ্লিকেশান।
(৪) বেসিক ফটোশপ।
(৫) এডভান্স ব্লগ সাইট ডেভলোপমেন্ট।
(৬) বেসিক এন্ড্রয়েড এপ্স ডেভলোপমেন্ট।
(৭) কম্পিউটার হার্ডওয়ার এন্ড সফটওয়ার
(৮) এডভান্স ইউটিউব মার্কেটিং।
(৯) প্রফেশনাল ভিডিও ইডিটিং
(১০) সি,পি,এ মার্কেটিং।
(১১) ডিজিটাল মার্কেটিং।
(১২) এফিলিয়েট মার্কেটিং।
(১৩) এডভান্স ওয়েব সাইট ডেভোলপমেন্ট।
প্রসঙ্গ কথা; আপনি যখনই অনলাইন সম্পর্কে ধারনা নিতে যাবেন কম্পিউটার সম্পর্কে আপনার ধারনা থাকা লাগবে। এজন্য যারা অনলাইন এ কাজ করতে আগ্রহী , কম্পিউটার বেসিক জানা না থাকলে আপনি AtoZ আমাদের ইনোভেশন আইটি তে এসে শিখতে পারেন।Photo by rawpixel.com from Pexels