What is the Vision of the Innovation24:


বাংলাদেশের অপার সম্ভাবনা কে কাজে লাগিয়ে উন্নত বিশ্বের সাথে পাল্লা লড়তে আত্ব-নির্ভরশীলতার বিকল্প নাই, এজন্য হাজারো চাকুরী প্রত্যাশী ,অথবা বেকার যুবক-যুবতীরা অনলাইন কে একমাত্র পন্থা হিসেবে বেছে নিয়েছেন ।
একজন উচ্চ-শিক্ষিত,অল্প-শিক্ষিত,অথবা মোটামোটি কম্পিউটার সম্পর্কে ধারনা আছে এমন ব্যক্তিও অনলাইনে সফল হতে পারে । 
innovation24, innovation24.net,How to Learn Easy, How to Earn Easy,

আর এজন্য অবশ্যই প্রত্যেকের প্রয়োজন পড়বে,
(১) নিজের প্রতি বিশ্বাস (আমি পারবই)।
 (২) ধৈর্য্য ।
(৩) এবং প্রতিটি মুহূর্তে নিজেকে লার্নার মনে করা ।
এবং আরও অনেক কিছু আছে যা কাজ করতে করতে বুঝতে পারবেন । তবে সব থেকে গুরুত্বপুর্ন হলো যারা-ই অনলাইন কে প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন তারা-ই আজকে সফল । আপনি যদি  গুগলে সার্চ দেন (SUCSESS STORY OF ONLINE EARNER) সাকসেস স্টরি অফ অনলাইন আর্নার তাহলে হাজারো লেখা -লেখি, ভিডিও পাবেন যাহাতে তারা বর্ননা করেছে তাদের সফলতার কাহিনী কি?
এজন্য আপনাকে, আপনার হতাশা গ্রস্থ জীবন কে, অন্তত: বেশি কিছু না হোক সে রাস্তা গুলি দেখিয়ে দিতে Innovation24 এর যাত্রা ।
"আপনি সফল তো আমরা তো সফল "

এর এটাই হচ্ছে Innovation24  ভিশন । আপনার স্বদিচ্ছা ; আপনার অলস একাগ্রতা কে কাটাতে পারে এবং গড়ে তুলতে পারেন নিজেকে নিজের বস Boss ।