
সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলী আর্টিকেল কিভাবে লিখবেন
অনলাইনে ঘরে বসে আয়, সহজে আয় করুন, ২-৩ ঘন্টা সময় দিয়ে আয় করুন এমন মনোহর বিজ্ঞাপনে আমরা আকৃষ্ঠ হয়ে যখন ই শুরু করি ঘাটাঘাটি কিছুদূর যেতেই ব্যর্থ হয়ে অনলাইন কে বকাঝকা করে বাদ দেই। কিন্তু অনলাইনে আয় করা যায় এটা সত্যি, কিন্তু এতো সহজে নয় যেভাবে আপনারা প্রতারকদের বিজ্ঞাপনে দেখেন। সব কিছুরই একটা নির্দির্ষ্ঠ নিয়ম শৃংখলা আছে। আপনি ইনকাম করতে চান আবার পরিশ্রম করবেন না এটা কি মেনে নেয়া যায়? আর তাই প্রত্যেকটা কাজ নিয়ম মেনে করলে সফলতার মধ্যে শান্তি পাওয়া যায়। যাইহোক আপনি যদি আর্টিকেল মার্কেটিং করতে চান তাহলে কি পরিশ্রম আপনার করতে হবে তার বর্ননা দেওয়া হলো।
আপনার লেখা আর্টিকেল আপনার ভিজিটর কে আকৃষ্ঠ করতে পারলেই আপনার ইনকাম সম্ভব।
কিভাবে আপনার আর্টিকেল টি সার্চ-ইঞ্জিন ফ্রেন্ডলি করে লিখতে পারেন তার কিছু কৌশল এখানে বর্ননা করা হলোঃ
১) আপনার আর্টিকেল টি নির্দিস্ট বিষয় ভিত্তিক হলে তার জন্য কিছু কি-ওয়ার্ড বাছাই করুন।
২) কীওয়ার্ড গুলো প্রতি প্যারাগ্রাফ এ অন্তত ২/৩ বার রিপিট করুন।
৩) h1,h2,h3 আর্টিকেল এর তিনটি অংশ আলাদা করুন।
৪) h1 এ আপনার কীওয়ার্ড টি হাইলাইটস করুন।
৫) h1 এর উপর খেয়াল রেখে আর্টিকেল বডি লিখুন, যাতে h1 কীওয়ার্ড বারবার রিপিট যেন হয়।
৬) আপনার আর্টিকেল অনুযায়ী একটি ইমেজ বসান। এবং ইমেজ প্রোপার্টিতে আপনার কীওয়ার্ড লিখুন।
৭) যদি আপনি নিজে না পারেন তাহলে, আপনি এমন কারো কাছ থেকে পরামর্শ নিবেন যে SEO সম্পর্কে মোটামোটি জানে ।